ভালো আছি
বিস্ময়ে তাঁকায় আমি পৃথিবী তোমারে,
শীতে কেঁপে মরি তবু লাফাই পাহাড়ে।
আলোক রশ্মির খোঁজে চলি ঢালে ঢালে,
কুয়াশায় ভেজা তবু দোষী না কপালে।
হীনবল মোরা নয় মহাবলী হনু,
মিলে মিশে চলি মোরা যত দিন তনু।
দুঃখ নাই ক্লেশ নাই আনন্দ এমনে,
ভালোবেসে মিলে থাকি সকলেই বনে।
পদতলে আছে মোর বিরাট পাথর,
দূরে তাকালে দেখি শহরের ভেতর।
রাজো ভোগে মানুষেরা দুঃখের অন্তরে,
ধীরে ধীরে কেঁদে মরে ভেতরে ভেতরে।
সুখ নাই শান্তি নাই অভিনয় শুধু,
আমরা ভালোই আছি অরন্যেতে বধূ।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১১/০১/২০১৮ ইং
২৬পৌষ,১৪২৪ বাং
সকাল:৭.০৭
শীতে কেঁপে মরি তবু লাফাই পাহাড়ে।
আলোক রশ্মির খোঁজে চলি ঢালে ঢালে,
কুয়াশায় ভেজা তবু দোষী না কপালে।
হীনবল মোরা নয় মহাবলী হনু,
মিলে মিশে চলি মোরা যত দিন তনু।
দুঃখ নাই ক্লেশ নাই আনন্দ এমনে,
ভালোবেসে মিলে থাকি সকলেই বনে।
পদতলে আছে মোর বিরাট পাথর,
দূরে তাকালে দেখি শহরের ভেতর।
রাজো ভোগে মানুষেরা দুঃখের অন্তরে,
ধীরে ধীরে কেঁদে মরে ভেতরে ভেতরে।
সুখ নাই শান্তি নাই অভিনয় শুধু,
আমরা ভালোই আছি অরন্যেতে বধূ।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১১/০১/২০১৮ ইং
২৬পৌষ,১৪২৪ বাং
সকাল:৭.০৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১১/০১/২০১৮সুন্দর।
-
শ.ম. শহীদ ১১/০১/২০১৮ভালো লাগলো।
-
এন আই পারভেজ ১১/০১/২০১৮অনেক ভাল।