সাতরঙা রামধনু
মনোরম মধুকর সাজিয়ে ধরণী,
তরুরাজিতে উচ্ছল বিহঙ্গ মোহিনী।
মুকুলিত আম্র পল্লবী কানন হেরি,
উৎফুল্ল গগনের ভ্রমরা ভ্রমরী।
চমকে হেরিনু আজি গগনের তনু,
হেথায় মেখেছে সাতরঙা রামধনু।
রসের সাগরে ভাসিল হৃদয় ভেলা,
জুড়াবে কিনা বল আজি হৃদয় জ্বালা!
স্নিগ্ধ সমীরে দুলে বাবুইয়ের বাসা,
হৃদয়ে জমা হয় নিত্য নতুন আশা।
মধুর স্বরে মোহিত করে কাকলিরা,
কথোপকথনে আলোভেজা শালিকেরা।
সুরভি নিশ্বাসে জেগে উঠি বারবার,
পুষ্পভূষণে সাজিল ধরণী আবার।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৭/০১/২০১৮ ইং
২২পৌষ,১৪২৪ বাং
বিকাল:১.২৭
তরুরাজিতে উচ্ছল বিহঙ্গ মোহিনী।
মুকুলিত আম্র পল্লবী কানন হেরি,
উৎফুল্ল গগনের ভ্রমরা ভ্রমরী।
চমকে হেরিনু আজি গগনের তনু,
হেথায় মেখেছে সাতরঙা রামধনু।
রসের সাগরে ভাসিল হৃদয় ভেলা,
জুড়াবে কিনা বল আজি হৃদয় জ্বালা!
স্নিগ্ধ সমীরে দুলে বাবুইয়ের বাসা,
হৃদয়ে জমা হয় নিত্য নতুন আশা।
মধুর স্বরে মোহিত করে কাকলিরা,
কথোপকথনে আলোভেজা শালিকেরা।
সুরভি নিশ্বাসে জেগে উঠি বারবার,
পুষ্পভূষণে সাজিল ধরণী আবার।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৭/০১/২০১৮ ইং
২২পৌষ,১৪২৪ বাং
বিকাল:১.২৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু সাইদ লিপু ০৮/০১/২০১৮আলোভেজা - ভাল লাগল
-
সাইয়িদ রফিকুল হক ০৮/০১/২০১৮বেশ!
-
শ.ম. শহীদ ০৮/০১/২০১৮চমৎকার।
-
শিবশঙ্কর ০৮/০১/২০১৮সুন্দর । অনেক অনেক শুভেচ্ছা রইল প্রিয় কবি ।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৮/০১/২০১৮বাহ বেশ