ক্ষণপ্রভা
মালায় গাঁথিয়াছ কতো সন্ধ্যা মালতী,
সুবর্ণে সাজিয়াছ প্রিয়তমা শ্রীমতী।
লজ্জাবতী কঙ্কণে স্পর্শের শিহরণ,
শূন্যলতা তবু যে করিলে আকর্ষণ।
ধ্বনি শুনি তব পদে নিক্কণ সঘন,
নিকুঞ্জে কারারুদ্ধ এ প্রস্ফুটিত মন।
কদম্বের মূলে পবনের তালে ঢলে,
বারিকণা ভাসে তাতে ঐ ঝর্ণার জলে।
ঘাসাসনে বসে হেথা হেরি ইন্দ্রজাল,
চমকিয়া উঠি কভু এ অন্তত কাল!
প্রভাকীর্ণ নিরঞ্জিত স্বপ্নীল বদনে,
হেরিতেছি অন্তরাত্মা সুনীল গগনে।
হীরক খচিত তুমি চিরপ্রভা নারী,
ক্ষণপ্রভা ভাঙিল যে মোর ভাঙা তরী।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৫/০১/২০১৮ ইং
২০পৌষ,১৪২৪ বাং
সকাল:৬.৫৩
সুবর্ণে সাজিয়াছ প্রিয়তমা শ্রীমতী।
লজ্জাবতী কঙ্কণে স্পর্শের শিহরণ,
শূন্যলতা তবু যে করিলে আকর্ষণ।
ধ্বনি শুনি তব পদে নিক্কণ সঘন,
নিকুঞ্জে কারারুদ্ধ এ প্রস্ফুটিত মন।
কদম্বের মূলে পবনের তালে ঢলে,
বারিকণা ভাসে তাতে ঐ ঝর্ণার জলে।
ঘাসাসনে বসে হেথা হেরি ইন্দ্রজাল,
চমকিয়া উঠি কভু এ অন্তত কাল!
প্রভাকীর্ণ নিরঞ্জিত স্বপ্নীল বদনে,
হেরিতেছি অন্তরাত্মা সুনীল গগনে।
হীরক খচিত তুমি চিরপ্রভা নারী,
ক্ষণপ্রভা ভাঙিল যে মোর ভাঙা তরী।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৫/০১/২০১৮ ইং
২০পৌষ,১৪২৪ বাং
সকাল:৬.৫৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু সাইদ লিপু ০৭/০১/২০১৮ঘাসাসনে - বাহ!
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৭/০১/২০১৮খুব ভালো।
-
সাইয়িদ রফিকুল হক ০৫/০১/২০১৮মধ্যযুগের স্বাদ পেলাম।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৫/০১/২০১৮মুগ্ধকর লেখনি
-
শিবশঙ্কর ০৫/০১/২০১৮বেশ ছন্দময় । আমার শুভেচ্ছা থাকল ।