www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ক্ষণপ্রভা

মালায় গাঁথিয়াছ কতো সন্ধ্যা মালতী,
সুবর্ণে সাজিয়াছ প্রিয়তমা শ্রীমতী।
লজ্জাবতী কঙ্কণে স্পর্শের শিহরণ,
শূন‍্যলতা তবু যে করিলে আকর্ষণ।
ধ্বনি শুনি তব পদে নিক্কণ সঘন,
নিকুঞ্জে কারারুদ্ধ এ প্রস্ফুটিত মন।
কদম্বের মূলে পবনের তালে ঢলে,
বারিকণা ভাসে তাতে ঐ ঝর্ণার জলে।
ঘাসাসনে বসে হেথা হেরি ইন্দ্রজাল,
চমকিয়া উঠি কভু এ অন্তত কাল!
প্রভাকীর্ণ নিরঞ্জিত স্বপ্নীল বদনে,
হেরিতেছি অন্তরাত্মা সুনীল গগনে।
হীরক খচিত তুমি চিরপ্রভা নারী,
ক্ষণপ্রভা ভাঙিল যে মোর ভাঙা তরী।

*********

নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৫/০১/২০১৮ ইং
২০পৌষ,১৪২৪ বাং
সকাল:৬.৫৩
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast