অনুরাগী
যাবে যদি তুমি চলে দিবা অস্তাচলে,
নীলাম্বরী আজি রবেন কাহার বলে।
রুপে তাহার লাগিল কাজলের কালি,
চারিদিকে শুনে শুধু বিদায়ের বুলি।
উঠিল আকাশে দেখ চাঁদ আর তারা,
যেয়ো নাকো তুমি চলে হৃদয়েতে ছাড়া।
দ্রুতবেগে ধাবি আমি ছুতে যেন পারি,
ভাসিয়েছি তাই দেখো জীবনের তরী।
কমলাক্ষী নয়নে তোর শৃঙ্গার জ্যোতি,
ফুটিল হৃদয়ে মোর প্রেম অনুভূতি।
নিদ্রা যেয়ো সুখে তুমি অন্তর সোহাগি,
করেছ যে মোরে তব চির অনুরাগী।
চাতকের তৃষ্ণা দহে হৃদয় গগন,
তবু যেন খুশী তাতে আনন্দে মগন।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ৪/০১/২০১৮ ইং
১৮পৌষ,১৪২৪ বাং
রাত:৮.৫১
নীলাম্বরী আজি রবেন কাহার বলে।
রুপে তাহার লাগিল কাজলের কালি,
চারিদিকে শুনে শুধু বিদায়ের বুলি।
উঠিল আকাশে দেখ চাঁদ আর তারা,
যেয়ো নাকো তুমি চলে হৃদয়েতে ছাড়া।
দ্রুতবেগে ধাবি আমি ছুতে যেন পারি,
ভাসিয়েছি তাই দেখো জীবনের তরী।
কমলাক্ষী নয়নে তোর শৃঙ্গার জ্যোতি,
ফুটিল হৃদয়ে মোর প্রেম অনুভূতি।
নিদ্রা যেয়ো সুখে তুমি অন্তর সোহাগি,
করেছ যে মোরে তব চির অনুরাগী।
চাতকের তৃষ্ণা দহে হৃদয় গগন,
তবু যেন খুশী তাতে আনন্দে মগন।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ৪/০১/২০১৮ ইং
১৮পৌষ,১৪২৪ বাং
রাত:৮.৫১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০৫/০১/২০১৮বাহ! লেখাটা উপভোগ্য ছিল।