শীতের কৃষক
সব্জিক্ষেতে খাটে কৃষক শীতে,
নইলে সে মরবে ভাতে।
দূর গ্ৰামে কাজ করে,
কুয়াশা ভেজা শীত ভোরে।
ভেজা সব্জি কপি মুলো,
বিকল করে শিরা গুলো।
চারিদিকে আজ ধূম্র পাহাড়,
পেড়িয়ে যায় সে কাঁটাতার।
ছোট নদী পাড় হয়,
ভাঙা সাঁকো তাই ভয়।
ভেজা ডানা নেড়ে ডাকে,
বুনো পায়রা থেকে থেকে।
কৃষক সুরে গান গায়,
শীত তাড়ানোর সহজ উপায়।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ৪/০১/২০১৮ ইং
১৮পৌষ,১৪২৪ বাং
সকাল:৬.৩১
নইলে সে মরবে ভাতে।
দূর গ্ৰামে কাজ করে,
কুয়াশা ভেজা শীত ভোরে।
ভেজা সব্জি কপি মুলো,
বিকল করে শিরা গুলো।
চারিদিকে আজ ধূম্র পাহাড়,
পেড়িয়ে যায় সে কাঁটাতার।
ছোট নদী পাড় হয়,
ভাঙা সাঁকো তাই ভয়।
ভেজা ডানা নেড়ে ডাকে,
বুনো পায়রা থেকে থেকে।
কৃষক সুরে গান গায়,
শীত তাড়ানোর সহজ উপায়।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ৪/০১/২০১৮ ইং
১৮পৌষ,১৪২৪ বাং
সকাল:৬.৩১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৪/০১/২০১৮বেশ লাগলো।
-
কে. পাল ০৪/০১/২০১৮অসাধারণ