বিরহ অন্তরে
সহচরী আজ নিদ্রা পেলো,
কবিতারা বুঝি ক্লান্ত হলো।
শোকাকুল নিমিলীত তিমির গভীরে,
নিঃশব্দে খুঁজি আমি তারে।
পুষ্প প্রস্ফুটিত হলো ভোরে,
উতরিল সৌর আভা তেড়ে।
আজি সমীপে সৌর বীরে,
গাঁথিল মোরে আলোক তীরে।
উজ্জ্বল আলোকে দাঁড়িয়ে আমি,
হেরিনু প্রিয়া মোর অন্তর্জামি।
নিশি নিদ্রার অন্তর গহ্বরে,
বীরাঙ্গনা জেগেছ বিরহ অন্তরে।
খেলিওনা আর বিরহ বৈভবে,
একাত্তে বাঁধো তুমি অসম্ভবে।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ৩/০১/২০১৮ ইং
১৮পৌষ,১৪২৪ বাং
বিকাল- ০৪.৫৩
কবিতারা বুঝি ক্লান্ত হলো।
শোকাকুল নিমিলীত তিমির গভীরে,
নিঃশব্দে খুঁজি আমি তারে।
পুষ্প প্রস্ফুটিত হলো ভোরে,
উতরিল সৌর আভা তেড়ে।
আজি সমীপে সৌর বীরে,
গাঁথিল মোরে আলোক তীরে।
উজ্জ্বল আলোকে দাঁড়িয়ে আমি,
হেরিনু প্রিয়া মোর অন্তর্জামি।
নিশি নিদ্রার অন্তর গহ্বরে,
বীরাঙ্গনা জেগেছ বিরহ অন্তরে।
খেলিওনা আর বিরহ বৈভবে,
একাত্তে বাঁধো তুমি অসম্ভবে।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ৩/০১/২০১৮ ইং
১৮পৌষ,১৪২৪ বাং
বিকাল- ০৪.৫৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এন আই পারভেজ ০৪/০১/২০১৮চমৎকার।
-
সাঁঝের তারা ০৩/০১/২০১৮সুন্দর
-
আরিফ নীরদ ০৩/০১/২০১৮গম্ভীর!"""
-
সাইয়িদ রফিকুল হক ০৩/০১/২০১৮ভাষা আরও সহজ করতে হবে বন্ধু।