হৃদয় গহনে
আমার কবিতা হারিয়ে গেছে,
কোন এক অচেনা দেশে।
কবিতার ভেতরে নেই ছন্দ,
বেড়েছে অকারণ অহেতুক দ্বন্দ্ব।
জ্বালাময় শব্দের দাম্ভিক আস্ফালন,
করেছি আজ যতনে পালন।
অবলোপ পেয়েছে প্রেমের বচন,
করেছি তাদের যতনে গোপন।
শব্দের ঝংকারে সেজেছিল যারা,
আত্মহনন করল যেন তারা!
মাধুর্যের কারিগরি হৃদয় গহনে,
কাব্য লিখেছি আপন মননে।
কলরবে প্রাণ খুঁজি আমি,
আবার নীরবে লুকিয়েছ তুমি।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ৩০/১২/২০১৭ ইং
১৪পৌষ,১৪২৪ বাং
সকাল: ০৬.৩৬
কোন এক অচেনা দেশে।
কবিতার ভেতরে নেই ছন্দ,
বেড়েছে অকারণ অহেতুক দ্বন্দ্ব।
জ্বালাময় শব্দের দাম্ভিক আস্ফালন,
করেছি আজ যতনে পালন।
অবলোপ পেয়েছে প্রেমের বচন,
করেছি তাদের যতনে গোপন।
শব্দের ঝংকারে সেজেছিল যারা,
আত্মহনন করল যেন তারা!
মাধুর্যের কারিগরি হৃদয় গহনে,
কাব্য লিখেছি আপন মননে।
কলরবে প্রাণ খুঁজি আমি,
আবার নীরবে লুকিয়েছ তুমি।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ৩০/১২/২০১৭ ইং
১৪পৌষ,১৪২৪ বাং
সকাল: ০৬.৩৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সন্দীপন পাল ৩১/১২/২০১৭অনবদ্য
-
Tanju H ৩০/১২/২০১৭চমৎকার লেখা।
-
সাইয়িদ রফিকুল হক ৩০/১২/২০১৭আচ্ছা বন্ধু।