অরূপ রূপ
হেঁটে ছিলাম পথে এক পূর্ণিমা রাতে,
জীবনের ঠিকানায় যে চেয়েছি যেতে।
সন্ধ্যা তারার স্রোতে ভেসে চলেছি ধীরে,
মনে হয় রাস্তা হারিয়েছি আজ ভীড়ে।
জাতিস্মর হলে নিশ্চয় যে হতো ভালো,
আলো মাঝে দেখি জীবনটা অগোছালো।
প্রকৃতির মন্ত্রে মুগ্ধ আমি এ জনমে,
টানিল আমারে অশরীরী ঝর্ণা প্রেমে।
আগুর গন্ধ পাই তোমার স্নেহ কোলে,
রূদ্রমূর্তি নিলে তুমি শতাব্দীর ভুলে।
জীবনাশ্রিত তোমার শামিয়ানা তলে,
আর বিপর্যয়ে জীব মরে দলে দলে।
তালা খোলা পিঞ্জরের আবদ্ধ মানুষ,
অরুপ রুপে জাগো দিওনা আর দোষ!
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৬/১২/২০১৭ ইং
১০পৌষ,১৪২৪ বাং
সকাল:৬.১৯
জীবনের ঠিকানায় যে চেয়েছি যেতে।
সন্ধ্যা তারার স্রোতে ভেসে চলেছি ধীরে,
মনে হয় রাস্তা হারিয়েছি আজ ভীড়ে।
জাতিস্মর হলে নিশ্চয় যে হতো ভালো,
আলো মাঝে দেখি জীবনটা অগোছালো।
প্রকৃতির মন্ত্রে মুগ্ধ আমি এ জনমে,
টানিল আমারে অশরীরী ঝর্ণা প্রেমে।
আগুর গন্ধ পাই তোমার স্নেহ কোলে,
রূদ্রমূর্তি নিলে তুমি শতাব্দীর ভুলে।
জীবনাশ্রিত তোমার শামিয়ানা তলে,
আর বিপর্যয়ে জীব মরে দলে দলে।
তালা খোলা পিঞ্জরের আবদ্ধ মানুষ,
অরুপ রুপে জাগো দিওনা আর দোষ!
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৬/১২/২০১৭ ইং
১০পৌষ,১৪২৪ বাং
সকাল:৬.১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ৩০/১২/২০১৭অপূর্ব ...
-
আরিফ নীরদ ৩০/১২/২০১৭অনন্য!!!!