নয়ন মণি
শীর্ণ সাঁকো পরিয়েই যেতে হবে দূরে,
বিপদের দিনে একে একে যায় সরে।
লুকিয়ে তাকায় সবে যদি ডাকি তারে,
লাভ লোকসান হিসাব লয়ে অন্তরে।
সন্ধ্যা বেলায় নিরবে দাঁড়ায় আড়ালে,
সহজে যাতে ফিরে যাওয়া যায় চলে।
পথের পাথরে লাগে যদিও আঘাত,
আমাকে যেতে হবে পেরিয়ে প্রতিঘাত।
সেই দেশের খুঁজে চলি যেখানে তুমি,
কালও চলেছি আজও চলবো আমি।
সুদূর বেলাভূমি নিশানা রাখে মোর,
শুয়ে যাব সেথায় না থাকে যদি জোর।
আর যদি পার তাকিয়ো একটু খানি,
সেথায় মুদিবো আমার নয়ন মণি।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৭/১২/২০১৭ ইং
১১পৌষ,১৪২৪ বাং
বিকাল:৫.০৮
বিপদের দিনে একে একে যায় সরে।
লুকিয়ে তাকায় সবে যদি ডাকি তারে,
লাভ লোকসান হিসাব লয়ে অন্তরে।
সন্ধ্যা বেলায় নিরবে দাঁড়ায় আড়ালে,
সহজে যাতে ফিরে যাওয়া যায় চলে।
পথের পাথরে লাগে যদিও আঘাত,
আমাকে যেতে হবে পেরিয়ে প্রতিঘাত।
সেই দেশের খুঁজে চলি যেখানে তুমি,
কালও চলেছি আজও চলবো আমি।
সুদূর বেলাভূমি নিশানা রাখে মোর,
শুয়ে যাব সেথায় না থাকে যদি জোর।
আর যদি পার তাকিয়ো একটু খানি,
সেথায় মুদিবো আমার নয়ন মণি।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৭/১২/২০১৭ ইং
১১পৌষ,১৪২৪ বাং
বিকাল:৫.০৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরিফ নীরদ ২৯/১২/২০১৭চমৎকার!!!!!!