বিকল্প পথে
মনে হয় এ পৃথিবী আমাকে ডাকছে,
তাইতো আমি এসেছি বঞ্চিতের কাছে।
মনে হয় এ আকাশ ডাকছে আমাকে,
তাই ঘুড়ি উড়য়েছি আকাশের বুকে।
মনে হলো সূর্য ভেজাল পৃথিবী আজ,
তাইতো আলোক জ্বালানো আমার কাজ।
ক্ষুধার্তের পৃথিবীতে ডলে পড়ে শিশু,
ভেবে পাইনা করার আছে কিনা কিছু?
স্বপ্ন জাগে রঙ বেরঙে কত কল্পনা,
পুরেনি কোন কিছু তাই পাই যাতনা।
চীৎকার করে কেঁদে উঠি আমি আজ,
এ পৃথিবীতে কেন নেই আমার কাজ?
ফেরাতে যে চাই না মুখ আমি আনাথে,
তাই হেঁটে চলেছি আজ বিকল্প পথে।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৮/১২/২০১৭ ইং
১২পৌষ,১৪২৪ বাং
সকাল: ৯.৪২
তাইতো আমি এসেছি বঞ্চিতের কাছে।
মনে হয় এ আকাশ ডাকছে আমাকে,
তাই ঘুড়ি উড়য়েছি আকাশের বুকে।
মনে হলো সূর্য ভেজাল পৃথিবী আজ,
তাইতো আলোক জ্বালানো আমার কাজ।
ক্ষুধার্তের পৃথিবীতে ডলে পড়ে শিশু,
ভেবে পাইনা করার আছে কিনা কিছু?
স্বপ্ন জাগে রঙ বেরঙে কত কল্পনা,
পুরেনি কোন কিছু তাই পাই যাতনা।
চীৎকার করে কেঁদে উঠি আমি আজ,
এ পৃথিবীতে কেন নেই আমার কাজ?
ফেরাতে যে চাই না মুখ আমি আনাথে,
তাই হেঁটে চলেছি আজ বিকল্প পথে।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৮/১২/২০১৭ ইং
১২পৌষ,১৪২৪ বাং
সকাল: ৯.৪২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ২৯/১২/২০১৭ভালো , ধন্যবাদ
-
এন আই পারভেজ ২৯/১২/২০১৭অনেক ভাল হয়েছে।