চাঁদের হাট
(১)
ভাঙা হাট একা কাঁদে,
থাকে সে আঁধারে।
ভাঙা হাঁড়ি পড়ে আছে,
জঞ্জাল ভেতরে।
ঘুম-ঘুম মাঠে রাত,
রোদ ছিল ভোরে।
বেলা যায় রাত হয়,
লোক ফিরে ঘরে।
কালো ছায়া নেমে আসে,
গ্ৰামের বাজারে।
(২)
নীল শাড়ি পড়া মেয়ে
জাগিল আকাশে,
সুমধুর গান শুনি,
নির্মল বাতাসে।
চাঁদ বুড়ি হেসে বলে,
'মুখ যে ফেকাশে!'
হাট কেদে বলে বন্ধু,
'একা আছি বসে!'
চাঁদ বলে আমি আছি,
'ভাবনাটা কিসে!'
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৩/১২/২০১৭ ইং
৬ পৌষ,১৪২৪ বাং
সকাল:৬.২৫
ভাঙা হাট একা কাঁদে,
থাকে সে আঁধারে।
ভাঙা হাঁড়ি পড়ে আছে,
জঞ্জাল ভেতরে।
ঘুম-ঘুম মাঠে রাত,
রোদ ছিল ভোরে।
বেলা যায় রাত হয়,
লোক ফিরে ঘরে।
কালো ছায়া নেমে আসে,
গ্ৰামের বাজারে।
(২)
নীল শাড়ি পড়া মেয়ে
জাগিল আকাশে,
সুমধুর গান শুনি,
নির্মল বাতাসে।
চাঁদ বুড়ি হেসে বলে,
'মুখ যে ফেকাশে!'
হাট কেদে বলে বন্ধু,
'একা আছি বসে!'
চাঁদ বলে আমি আছি,
'ভাবনাটা কিসে!'
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৩/১২/২০১৭ ইং
৬ পৌষ,১৪২৪ বাং
সকাল:৬.২৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২৪/১২/২০১৭মুগ্ধতা রেখে গেলাম।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৪/১২/২০১৭বাহ মুগ্ধকর ছড়া কবিতা ।
ভাল লাগলো । ধন্যবাদ রলো । -
শ্যাম রাজ(শ্রী রাধাশ্যাম জানা) ২৪/১২/২০১৭খুব সুন্দর ছন্দময়