বাঙলার জয়
বাতাস বয়ে যায়,
ভারত ছেড়ে বাঙলায়।
মনের গহনে ভালোবাসি,
বাঙলা তুমি রুপসী।
ক্ষমা তুমি করো,
হৃদয়ে যে বড়ো-
বটের পাতার মতো,
ছড়িয়ে রয়েছে কতো!
ঝরে ছিল প্রাণ,
মুছে ছিল সন্মান।
তবু স্মৃতি মধুময়,
বাঙালির জয় নিশ্চয়!
বাঙলা মায়ের আঁচল,
রহিবে চিরকাল সচল।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২১/১২/২০১৭ ইং
৫ই পৌষ,১৪২৪ বাং
রাত:১১.৪৫
ভারত ছেড়ে বাঙলায়।
মনের গহনে ভালোবাসি,
বাঙলা তুমি রুপসী।
ক্ষমা তুমি করো,
হৃদয়ে যে বড়ো-
বটের পাতার মতো,
ছড়িয়ে রয়েছে কতো!
ঝরে ছিল প্রাণ,
মুছে ছিল সন্মান।
তবু স্মৃতি মধুময়,
বাঙালির জয় নিশ্চয়!
বাঙলা মায়ের আঁচল,
রহিবে চিরকাল সচল।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২১/১২/২০১৭ ইং
৫ই পৌষ,১৪২৪ বাং
রাত:১১.৪৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোহাগ রায় ৩১/১২/২০১৭দারুন
-
সাইয়িদ রফিকুল হক ২৪/১২/২০১৭জয় হোক বাঙালির।
-
শ্যাম রাজ(শ্রী রাধাশ্যাম জানা) ২৪/১২/২০১৭সুন্দর বেশ
-
আলম সারওয়ার ২৪/১২/২০১৭অসাধারণ কবিতার জন্য প্রিয় কবিকে শুভেচ্ছা থাকল আমার