সাড়া জাগায় মনে
তোমার মুখে হাসির বন্যা,
কেন হাস তুমি কন্যা?
তোমার উজ্জ্বল রুপালি দাঁতে,
মনে হয় হীরা তাতে।
দূর্লভ জ্যোতি তোমার চেহারায়,
কেউ নেই তোমাকে হারায়।
তুমি অনন্যা মোর প্রিয়তমা,
ভালোবাসি আমি তোর প্রতিমা।
প্রদীপ তুমি আঁধার জীবনে,
তুমি গোলাপ মনের বাগানে।
পাশাপাশি বসি আসো পাশে,
খুশিতে ভাসি চলো শেষে।
গলি মুখে বসি আমি,
এসো চলে এবার তুমি।
নিগূঢ় প্রেমে সাড়া জাগায়,
আকাশের চাঁদ আর তারায়।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২০/১২/২০১৭ ইং
৪ঠা পৌষ,১৪২৪ বাং
রাত:১১.৪৫
কেন হাস তুমি কন্যা?
তোমার উজ্জ্বল রুপালি দাঁতে,
মনে হয় হীরা তাতে।
দূর্লভ জ্যোতি তোমার চেহারায়,
কেউ নেই তোমাকে হারায়।
তুমি অনন্যা মোর প্রিয়তমা,
ভালোবাসি আমি তোর প্রতিমা।
প্রদীপ তুমি আঁধার জীবনে,
তুমি গোলাপ মনের বাগানে।
পাশাপাশি বসি আসো পাশে,
খুশিতে ভাসি চলো শেষে।
গলি মুখে বসি আমি,
এসো চলে এবার তুমি।
নিগূঢ় প্রেমে সাড়া জাগায়,
আকাশের চাঁদ আর তারায়।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২০/১২/২০১৭ ইং
৪ঠা পৌষ,১৪২৪ বাং
রাত:১১.৪৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ২৩/১২/২০১৭Valo
-
শ্যাম রাজ(শ্রী রাধাশ্যাম জানা) ২১/১২/২০১৭বাঃ খুব সুন্দর