www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আকাশ ভালোবাসি

আকাশ!
আমি তোমায়,
অনেক অনেক ভালোবাসি!
তোমার ভালোবাসার টানে,
আমি কতবার পাখি হতে চেয়েছি-
তোমাকে ছুতে চেয়েছি প্রতিক্ষণ।
আসলে আমি জানতাম না,
তুমি যে অনেক অনেক উচুঁ,
তুমি আকাশ-
সত্যিই,তুমিইতো আকাশ,
তোমাকে স্পর্শ করা দু:সাধ‍্য ব‍্যাপার।
তোমার ঐ নীল চেহারায়-
দেখেছি কত রঙ বেরঙের খেলা!
মনে কষ্ট হয়,
সত্যিই অনেক অনেক কষ্ট হয়;
ইস্, তোমাকে যদি-
একবার ছুতে পারতাম,
বেশ ভালোই লাগতো আমার!
তুমি! ইসারায় কি যে বলো,
জানো,আমি কিচ্ছু বুঝিনা।
আমি অবাক হয়ে তাকায়,
আর, ভাবি-কেন?
কেন তুমি এতো সুন্দর ?
আকাশ!আবারও বলি,
আমি তোমায়-
অনেক অনেক বেশি ভালোবাসি,
আমি জানি না-তার বদলে
তুমিও আমায় ভালোবাস কিনা?

----------///----------


নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৭/১১/২০১৭ ইং
১০ই অগ্ৰহায়ণ;১৪২৪ বাং
বিকাল:০৪.২৬
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast