ইচ্ছা আমার
ইচ্ছেরা আজ নানা রঙের,
সাজায় মোরে কতো ডঙের।
তাকিয়ে দেখি সন্ধ্যা হলো,
ইচ্ছারা তাই মুক্তি পেলো।
কুয়াশা ভেজা দূর্বা ঘাসে,
পা'দুটি মোর চলছে ভেসে।
সমুদ্রে না পাহাড় ভূমি,
কোনপথে যাই বলো তুমি!
মলিন মনে খুশির জ্বলক,
রাতে জাগে চাঁদের আলোক।
সবুজ ঘাসে বালুর কণা,
মনের কথা বলতে মানা।
----------///----------
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৮/১১/২০১৭ ইং
১১ই অগ্ৰহায়ণ;১৪২৪ বাং
বিকাল:০৩.৩৪
সাজায় মোরে কতো ডঙের।
তাকিয়ে দেখি সন্ধ্যা হলো,
ইচ্ছারা তাই মুক্তি পেলো।
কুয়াশা ভেজা দূর্বা ঘাসে,
পা'দুটি মোর চলছে ভেসে।
সমুদ্রে না পাহাড় ভূমি,
কোনপথে যাই বলো তুমি!
মলিন মনে খুশির জ্বলক,
রাতে জাগে চাঁদের আলোক।
সবুজ ঘাসে বালুর কণা,
মনের কথা বলতে মানা।
----------///----------
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৮/১১/২০১৭ ইং
১১ই অগ্ৰহায়ণ;১৪২৪ বাং
বিকাল:০৩.৩৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৯/১২/২০১৭সুন্দর ইচ্ছা।
-
সফিউল্লাহ আনসারী ১৯/১২/২০১৭দারুন ইচ্ছেগুলো...।