নষ্টামী
আসলে নষ্টামীটা আমিও করলাম,
একটা মোবাইল,
মনের কথা
কেন যে লেখি যথাতথা!
ভেতরটা নয় যতো সুন্দর-
তার চেয়ে সুন্দর দেখাতে
ব্যস্ত সবাই।
হ্যাঁ, বাদ যাইনি আমিও বটে!
একটা নেশা-
ফেসবুক,হোয়াট্এ্যপ;
কি বিড়ম্ভনা!
তবে ভালো লাগে-মন্দ না,
কিন্তু-সেটা যে কখনো
ভুল বুঝা বুঝি সৃষ্টি করে না-
একথা বলতে পারিনা।
কতো বার আমারও
মনে কালি পড়েছে-
এই চ্যাটিং নিয়ে।
কখনো আত্মজ হয়েছে বহুদূর,
আবার পৃথিবীর শেষ প্রান্তের
অনাকাঙ্ক্ষিত লোকটি
প্রতি মুহুর্তের বন্ধু হয়েছে;
এই তিন বাই পাঁচ ইন্চি
মোবাইলের দৌলতে।
আসলে বোধহয় জানতে হয়-
কখন ব্রেক চাপতে হবে,
আর কখন দ্রুত চালাতে হয়-
পক্ষীরাজ ঘোড়াটির মতো।
ব্যতিক্রমে দুর্ঘটনা হবে না,
একথাও কিন্তু বলা যায় না।
----------///----------
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ৩০/১১/২০১৭ ইং
১৩ই অগ্ৰহায়ণ;১৪২৪ বাং
সকাল:০৮.৫০
একটা মোবাইল,
মনের কথা
কেন যে লেখি যথাতথা!
ভেতরটা নয় যতো সুন্দর-
তার চেয়ে সুন্দর দেখাতে
ব্যস্ত সবাই।
হ্যাঁ, বাদ যাইনি আমিও বটে!
একটা নেশা-
ফেসবুক,হোয়াট্এ্যপ;
কি বিড়ম্ভনা!
তবে ভালো লাগে-মন্দ না,
কিন্তু-সেটা যে কখনো
ভুল বুঝা বুঝি সৃষ্টি করে না-
একথা বলতে পারিনা।
কতো বার আমারও
মনে কালি পড়েছে-
এই চ্যাটিং নিয়ে।
কখনো আত্মজ হয়েছে বহুদূর,
আবার পৃথিবীর শেষ প্রান্তের
অনাকাঙ্ক্ষিত লোকটি
প্রতি মুহুর্তের বন্ধু হয়েছে;
এই তিন বাই পাঁচ ইন্চি
মোবাইলের দৌলতে।
আসলে বোধহয় জানতে হয়-
কখন ব্রেক চাপতে হবে,
আর কখন দ্রুত চালাতে হয়-
পক্ষীরাজ ঘোড়াটির মতো।
ব্যতিক্রমে দুর্ঘটনা হবে না,
একথাও কিন্তু বলা যায় না।
----------///----------
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ৩০/১১/২০১৭ ইং
১৩ই অগ্ৰহায়ণ;১৪২৪ বাং
সকাল:০৮.৫০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইফ রুদাদ ১৯/১২/২০১৭দাদা মনের কথা বলেছেন
-
আরিফ নীরদ ১৯/১২/২০১৭সুন্দর!!!