www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শ্রাবণী

আমি বিব্রত বোধ করি,
যখনই তোমাকে দেখি।
মনে হয় যেন এখনই,
আমার চোখের মণি
ফেটে বেরিয়ে পড়বে আমার-
ভাঙ্গা রাস্তার 'পড়ে।
আমার চলার গতি
স্তব্দ হয়ে যায়-
প্রাণহীন মড়া ফড়িংটির মতো।
আমি পড়ে থাকি খোলা ময়দানে,
শ্রাবণের বৃষ্টি ক্লেদাক্ত করেছে
আমায় কতবার।
দুপুর রোদে আবার কখনো শুনি;
বসন্তের কোকিলের মায়াবী ডাক।
আমন্ত্রিত হ‌ই কোন ভুড়ি ভোজসভাতে
উ‌‌ৎসবের মেজাজে।
কখনো আবার কাঁদি আমি,
-কি দারুণ বিভীষিকা,
স্বার্থের টানাফোড়ন।
তবুও বিনম্র আমি,
বলি,"ভালো থেকো শ্রাবণী,
আর যদি পার আমাকেও
ভালো রেখো তুমি।"

----------///----------

নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৯/১১/২০১৭ ইং
১২ই অগ্ৰহায়ণ;১৪২৪ বাং
বিকাল:০৩.০৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast