প্রায়শ্চিত্ত
এ ধরণীর কল্যাণে আমি,
কি করেছে বলো তুমি?
সহস্র বছর ধরে জতুগৃহদাহ,
নির্মলা ধরাকে দিয়েছি প্রদাহ।
আজও নিশ্চুপে মনেছে পৃথিবী,
আগামীতে হবে টাঙানো ছবি।
দিবা নিশিতে কেটেছ বৃক্ষ,
তাইতো আজ পৃথিবীর রুক্ষ।
হিমবাহ আর নদীর প্রবাহ,
আগামীতে কোথায় যে পাব?
প্রাণের মূল্যে ফেরাও তুমি,
এই প্রকৃতি আমার জন্মভূমি।
পরিত্রাণ করো বিষাক্ত গ্যাসে,
মরণ জ্বালা প্রতি শ্বাসে।
তাপস হিমালয় ভঙ্গ তপে,
বরফেরা খসে স্তুপে স্তুপে।
রাস্তা ঘাটে ময়লা জমে,
আস্তানা গড়েছে অসুখের যমে।
আলোকে আলোকে ঝলমলে নগর,
অনৈতিক নোংরামিতে ভরপুর অন্তর।
আহা ফুল ফুটে বনে,
ভালো কি লাগেনা অন্তকরনে?
বিবর্ণ মালতী ফুল গন্ধরাজ,
কৃত্রিম ফুলে সাজায় মহারাজা।
প্রকৃতি আজও ডাকে আমায়,
'আসো কোলে তোমায় বাঁচায়।'
**********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৮/১২/২০১৭ ইং
১৪২৪ বাং
সকাল:৬.৩১
কি করেছে বলো তুমি?
সহস্র বছর ধরে জতুগৃহদাহ,
নির্মলা ধরাকে দিয়েছি প্রদাহ।
আজও নিশ্চুপে মনেছে পৃথিবী,
আগামীতে হবে টাঙানো ছবি।
দিবা নিশিতে কেটেছ বৃক্ষ,
তাইতো আজ পৃথিবীর রুক্ষ।
হিমবাহ আর নদীর প্রবাহ,
আগামীতে কোথায় যে পাব?
প্রাণের মূল্যে ফেরাও তুমি,
এই প্রকৃতি আমার জন্মভূমি।
পরিত্রাণ করো বিষাক্ত গ্যাসে,
মরণ জ্বালা প্রতি শ্বাসে।
তাপস হিমালয় ভঙ্গ তপে,
বরফেরা খসে স্তুপে স্তুপে।
রাস্তা ঘাটে ময়লা জমে,
আস্তানা গড়েছে অসুখের যমে।
আলোকে আলোকে ঝলমলে নগর,
অনৈতিক নোংরামিতে ভরপুর অন্তর।
আহা ফুল ফুটে বনে,
ভালো কি লাগেনা অন্তকরনে?
বিবর্ণ মালতী ফুল গন্ধরাজ,
কৃত্রিম ফুলে সাজায় মহারাজা।
প্রকৃতি আজও ডাকে আমায়,
'আসো কোলে তোমায় বাঁচায়।'
**********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৮/১২/২০১৭ ইং
১৪২৪ বাং
সকাল:৬.৩১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ১৯/১২/২০১৭সত্য সুন্দর ধন্যবাদ!
-
মনোবর ১৮/১২/২০১৭ছন্দময়
-
সাইয়িদ রফিকুল হক ১৮/১২/২০১৭ভালো।
-
আরিফ নীরদ ১৮/১২/২০১৭মুগ্ধ হলাম।