সহজ জীবন
জীবনে ভালো চলার জন্য,
কেন হয়ে পড়েছ হন্য?
সুখের খোঁজে বুঝি দিশেহারা
নাকি কিছু করছে তাড়া?
সুখের পথে শত্রু যারা,
নিশ্চিয় পর নয় তারা।
প্রিয় মুখে কটু কথা,
মনে হয় দিয়েছে ব্যথা।
খরায় বন্যায় যারা ছিল,
তারাই সুখ কেড়ে নিল।
রঙের বাহার দেখে অলি,
আটকে পড়ে পতঙ্গভূকের থলি।
বন্ধু শত্রু স্থায়ী নয়,
স্থায়ী বুঝি মনের ভয়।
মানুষের নামে অমানুষ কতো,
বন্ধু তুমি মানুষের মতো!
----------///----------
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০১/১২/২০১৭ ইং
১৪ই অগ্ৰহায়ণ;১৪২৪ বাং
সন্ধ্যা:০৭.৩৬
কেন হয়ে পড়েছ হন্য?
সুখের খোঁজে বুঝি দিশেহারা
নাকি কিছু করছে তাড়া?
সুখের পথে শত্রু যারা,
নিশ্চিয় পর নয় তারা।
প্রিয় মুখে কটু কথা,
মনে হয় দিয়েছে ব্যথা।
খরায় বন্যায় যারা ছিল,
তারাই সুখ কেড়ে নিল।
রঙের বাহার দেখে অলি,
আটকে পড়ে পতঙ্গভূকের থলি।
বন্ধু শত্রু স্থায়ী নয়,
স্থায়ী বুঝি মনের ভয়।
মানুষের নামে অমানুষ কতো,
বন্ধু তুমি মানুষের মতো!
----------///----------
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০১/১২/২০১৭ ইং
১৪ই অগ্ৰহায়ণ;১৪২৪ বাং
সন্ধ্যা:০৭.৩৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরিফ নীরদ ১৮/১২/২০১৭অসাধারন কবিতা,কবিকে ধন্যবাদ।
-
কামরুজ্জামান সাদ ১৮/১২/২০১৭বন্ধু তুমি মানুষের মতো!
-
আলম সারওয়ার ১৭/১২/২০১৭অসাধারণ একটি কবিতার জন্য শুভেচ্ছা থাকল