জীবনের আশায়
জীবনটা যেন নদীর স্রোতে,
চলতে থাকে দিনে রাতে।
অনেক কথা স্বপ্ন মধুর,
আবার কিছু লাগে কঠোর।
আঁধার রাতে প্রদীপের আলো,
ঘুচিয়ে দেব নিঝুম কালো।
শুকনো ডালে পাখির বাসা,
তাকে নিয়েই যতো আশা।
ফুলের মতোই ফুটুক খুশী,
স্বপ্ন জাগুক রাশি রাশি।
শূন্যে ভাসুক শান্তির আশা,
কাটুক এবার সব নিরাশা।
কমল কানন অমল বদন,
হাসতে থাকুক নতুন জীবন।
নীল আকাশে মেঘের কোলে,
লক্ষ আশার পিদিম জ্বলে।
ইন্দ্রধনুর কোমল আবীর রঙে,
জীবন সাজে কতো ঢঙে।
প্রতি সন্ধ্যা আমি তাকায়,
আরো সুন্দর জীবনের আশায়।
**********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৭/১২/২০১৭ ইং
৩০ই অগ্ৰহায়ণ;১৪২৪ বাং
সকাল:৯.৫৭
চলতে থাকে দিনে রাতে।
অনেক কথা স্বপ্ন মধুর,
আবার কিছু লাগে কঠোর।
আঁধার রাতে প্রদীপের আলো,
ঘুচিয়ে দেব নিঝুম কালো।
শুকনো ডালে পাখির বাসা,
তাকে নিয়েই যতো আশা।
ফুলের মতোই ফুটুক খুশী,
স্বপ্ন জাগুক রাশি রাশি।
শূন্যে ভাসুক শান্তির আশা,
কাটুক এবার সব নিরাশা।
কমল কানন অমল বদন,
হাসতে থাকুক নতুন জীবন।
নীল আকাশে মেঘের কোলে,
লক্ষ আশার পিদিম জ্বলে।
ইন্দ্রধনুর কোমল আবীর রঙে,
জীবন সাজে কতো ঢঙে।
প্রতি সন্ধ্যা আমি তাকায়,
আরো সুন্দর জীবনের আশায়।
**********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৭/১২/২০১৭ ইং
৩০ই অগ্ৰহায়ণ;১৪২৪ বাং
সকাল:৯.৫৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিজুল মিয়া ১৮/১২/২০১৭ভাল লাগছে চালিয়ে যান
-
কামরুজ্জামান সাদ ১৮/১২/২০১৭বাহ!
-
সাইয়িদ রফিকুল হক ১৭/১২/২০১৭সুন্দর!
-
মুক্তপুরুষ ১৭/১২/২০১৭অনবদ্য