গ্ৰামের বাড়ি
বাড়ি আমার গ্ৰামেই ছিল,
তাইযে আমায় খুশি দিল।
ছনের চালে বাসের পাতা,
মনে হলে পাইরে ব্যথা।
কত খুশি আমের তলে,
খেলি যখন মিলে দলে।
চালের ছনে চড়াই পাখি,
আপন মনে তাকিয়ে থাকি।
রোদে দেওয়া ধান উঠানে,
নানা পাখির মেলা বনে।
ভাঙা টিনের দরজা ছিল,
ঝড় এসেতা উড়িয়ে দিল।
***********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৭/১২/২০১৭ ইং
২০ই অগ্ৰহায়ণ;১৪২৪ বাং
সকাল:১০.০১
তাইযে আমায় খুশি দিল।
ছনের চালে বাসের পাতা,
মনে হলে পাইরে ব্যথা।
কত খুশি আমের তলে,
খেলি যখন মিলে দলে।
চালের ছনে চড়াই পাখি,
আপন মনে তাকিয়ে থাকি।
রোদে দেওয়া ধান উঠানে,
নানা পাখির মেলা বনে।
ভাঙা টিনের দরজা ছিল,
ঝড় এসেতা উড়িয়ে দিল।
***********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৭/১২/২০১৭ ইং
২০ই অগ্ৰহায়ণ;১৪২৪ বাং
সকাল:১০.০১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুক্তপুরুষ ১৭/১২/২০১৭
-
মুক্তপুরুষ ১৭/১২/২০১৭চমৎকার 😊
-
আরিফ নীরদ ১৬/১২/২০১৭চমৎকার
-
কামরুজ্জামান সাদ ১৬/১২/২০১৭অপূর্ব
-
সাঁঝের তারা ১৬/১২/২০১৭সুন্দর
শুভেচ্ছা নিবেন!