ঢাকি
দু'একটি কথা মনে আসে
না লিখে পারি না -
ঢাকী যখন ঢাকে তাল
ধরে,সে ভূলে যায় তার
লেনদেন কম বা বেশি।
সে তার বাজনার শেষ
সৌন্দর্য উপভোগ করায়
ছন্দ বুনে চলে মনের খেয়ালে।
আর আরতি যখন বাজায়,
ঠাকুর যেন জাগ্ৰত হন-
ঐ বাজনার তালে তালে।
ধন্য বাদক তুমি বাজাও,
আরও সুন্দর আরতির তালে।
তোমার বাজনার শব্দ -
স্মৃতিতে শুনি আমি আজও।
***********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৬/১২/২০১৭ ইং
১৯ই অগ্ৰহায়ণ;১৪২৪ বাং
সকাল:২.৪৭
না লিখে পারি না -
ঢাকী যখন ঢাকে তাল
ধরে,সে ভূলে যায় তার
লেনদেন কম বা বেশি।
সে তার বাজনার শেষ
সৌন্দর্য উপভোগ করায়
ছন্দ বুনে চলে মনের খেয়ালে।
আর আরতি যখন বাজায়,
ঠাকুর যেন জাগ্ৰত হন-
ঐ বাজনার তালে তালে।
ধন্য বাদক তুমি বাজাও,
আরও সুন্দর আরতির তালে।
তোমার বাজনার শব্দ -
স্মৃতিতে শুনি আমি আজও।
***********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৬/১২/২০১৭ ইং
১৯ই অগ্ৰহায়ণ;১৪২৪ বাং
সকাল:২.৪৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৮/১২/২০১৭ঢাকির বাজনাটা মনেই বেজে উঠল..
-
মুক্তপুরুষ ১৭/১২/২০১৭অসাধারণ 😊
-
সাইয়িদ রফিকুল হক ১৬/১২/২০১৭ভালো।
-
কাজী জুবেরী মোস্তাক ১৬/১২/২০১৭বেশ