প্রবীণেদের জয়
ষাটের উর্ধ্বে বয়স যাদের,
আমারা বলি প্রবীণ তাঁদের।
নুইয়ে চলে আজ তাঁরা,
যাদের ছিল সটান শিরদাঁড়া।
বলিষ্ঠ শরীর এখন দূর্বল,
তাইতো ভেঙেছে তাঁদের মনোবল।
প্রকৃতির বিশ্ময় খেলা ছলে,
যাবে তাঁরা ওপারের দলে।
অশান্ত মুখ তবু আজ,
চোখে দেখে যদি আকাজ।
লেনদেনের হিসাব গুলো কঠিন,
কোথাও হয় যদি ঋণ।
পীড়িত নিজেরা হয় আবার,
পীড়া লাগে মনে সবার।
সঙ্গিনী বা সঙ্গী যে আছে,
জীবন যেন লাগে মিছে।
নিষ্ঠুর আর কর্কশ কথা,
মনে দেয় অহেতুক ব্যথা।
দুর্বিষহ জীবন তাই বৃদ্ধকাল,
জানিনা কেন বাড়ে জাল!
তবু বলি অবহেলা নয়,
প্রতিক্ষণ গাহিব তাঁদেরই জয়।
**********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৪/১২/২০১৭ ইং
২৮ই অগ্ৰহায়ণ;১৪২৪ বাং
বিকাল:২.৪৩
আমারা বলি প্রবীণ তাঁদের।
নুইয়ে চলে আজ তাঁরা,
যাদের ছিল সটান শিরদাঁড়া।
বলিষ্ঠ শরীর এখন দূর্বল,
তাইতো ভেঙেছে তাঁদের মনোবল।
প্রকৃতির বিশ্ময় খেলা ছলে,
যাবে তাঁরা ওপারের দলে।
অশান্ত মুখ তবু আজ,
চোখে দেখে যদি আকাজ।
লেনদেনের হিসাব গুলো কঠিন,
কোথাও হয় যদি ঋণ।
পীড়িত নিজেরা হয় আবার,
পীড়া লাগে মনে সবার।
সঙ্গিনী বা সঙ্গী যে আছে,
জীবন যেন লাগে মিছে।
নিষ্ঠুর আর কর্কশ কথা,
মনে দেয় অহেতুক ব্যথা।
দুর্বিষহ জীবন তাই বৃদ্ধকাল,
জানিনা কেন বাড়ে জাল!
তবু বলি অবহেলা নয়,
প্রতিক্ষণ গাহিব তাঁদেরই জয়।
**********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৪/১২/২০১৭ ইং
২৮ই অগ্ৰহায়ণ;১৪২৪ বাং
বিকাল:২.৪৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Tanju H ১৪/১২/২০১৭অসাধারন।
-
কামরুজ্জামান সাদ ১৪/১২/২০১৭প্রবীণ আমাদের প্রেরণা যোগাতে পারে।
-
সাইয়িদ রফিকুল হক ১৪/১২/২০১৭সদুপদেশ।