বনের মাঝে
ভালো লাগছে বনের ডেরা,
আর গাছে ঝুলা বাদরেরা।
কুচক্রী এখানে নেই বলিনা,
গাছকাটার শব্দ যায় শোনা।
গাছে ঝুলা চাকের মৌমাছি,
উড়ে দূরে অথবা কাছাকাছি।
ঝরণার শব্দের গুঞ্জনে কানে,
ভালো লাগে মোর মনে প্রাণে।
**********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৮/১২/২০১৭ ইং
২১ই অগ্ৰহায়ণ;১৪২৪ বাং
বিকাল:১.২২
আর গাছে ঝুলা বাদরেরা।
কুচক্রী এখানে নেই বলিনা,
গাছকাটার শব্দ যায় শোনা।
গাছে ঝুলা চাকের মৌমাছি,
উড়ে দূরে অথবা কাছাকাছি।
ঝরণার শব্দের গুঞ্জনে কানে,
ভালো লাগে মোর মনে প্রাণে।
**********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৮/১২/২০১৭ ইং
২১ই অগ্ৰহায়ণ;১৪২৪ বাং
বিকাল:১.২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৪/১২/২০১৭বন রক্ষা না করতে পারলে পশু পাখির এই কোলাহল আর শোনা যাবে না।