বনবিজয়িনী
বৃক্ষদের আমন্ত্রণে আমি এসেছি,
অজানা পাহাড় জঙ্গল ভালোবেসেছি।
বন নীহারিকা পর্বত দুহিতা,
আজ সকলই যেন আশ্রিতা।
মনোমুগ্ধকর এই বৃক্ষ বাসরে,
বনবিজয়িনী খুঁজেছি আমি তোমারে।
পাখিদের কলকন্ঠ জুরিয়েছে প্রাণ,
ভুলে আছি তাই মানঅভিমান।
**********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১০/১২/২০১৭ ইং
২৩ই অগ্ৰহায়ণ;১৪২৪ বাং
সকাল:৩.৫০
অজানা পাহাড় জঙ্গল ভালোবেসেছি।
বন নীহারিকা পর্বত দুহিতা,
আজ সকলই যেন আশ্রিতা।
মনোমুগ্ধকর এই বৃক্ষ বাসরে,
বনবিজয়িনী খুঁজেছি আমি তোমারে।
পাখিদের কলকন্ঠ জুরিয়েছে প্রাণ,
ভুলে আছি তাই মানঅভিমান।
**********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১০/১২/২০১৭ ইং
২৩ই অগ্ৰহায়ণ;১৪২৪ বাং
সকাল:৩.৫০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুজয় সরকার ১৪/১২/২০১৭আপনার লেখায় আমার বাংলাকে খুঁজে পাই