নীরবতা দিও
তুমি ডাকো, 'জাগো প্রিয়'
আমি বলি, 'নীরবতা দিও!
সুখ শয়নে জীবন মরনে,
রাখিও বন্ধু এই আকিঞ্চনে।
তুমি জাগো সকালের ভোরে,
আমি শায়িত তব অন্তরে।
চেতনার আলোকদূতী হৃদয়ের দুয়ারে,
নিমিলীত চোখে তাকাই বারেবারে।
প্রহরে প্রহরে অন্তরে অন্তরে,
খুঁজেছি সেই আমি তোমারে।
বেদনার জোয়ারের ভেসেছি আমি,
বুঝেছ প্রিয়ে কখনো তুমি?
ফুল হয়ে ফোটে বেদনা,
তুমি তবু কেন বলনা?
'ভালোবাসি-আমি তাইতো আছি,
ভেবনা প্রিয় তুমি মিছেমিছি।'
মমতার পাহাড়ে বেদনার শিলাবৃষ্টি,
রাখিও তবুও আমাতে দৃষ্টি।
ফিরে যাবে যদি ঘরে,
রেখো মোরে অন্তরের মণিকোঠরে।'
**********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১২/১২/২০১৭ ইং
২৬ই অগ্ৰহায়ণ;১৪২৪ বাং
সকাল:৬.১৭
আমি বলি, 'নীরবতা দিও!
সুখ শয়নে জীবন মরনে,
রাখিও বন্ধু এই আকিঞ্চনে।
তুমি জাগো সকালের ভোরে,
আমি শায়িত তব অন্তরে।
চেতনার আলোকদূতী হৃদয়ের দুয়ারে,
নিমিলীত চোখে তাকাই বারেবারে।
প্রহরে প্রহরে অন্তরে অন্তরে,
খুঁজেছি সেই আমি তোমারে।
বেদনার জোয়ারের ভেসেছি আমি,
বুঝেছ প্রিয়ে কখনো তুমি?
ফুল হয়ে ফোটে বেদনা,
তুমি তবু কেন বলনা?
'ভালোবাসি-আমি তাইতো আছি,
ভেবনা প্রিয় তুমি মিছেমিছি।'
মমতার পাহাড়ে বেদনার শিলাবৃষ্টি,
রাখিও তবুও আমাতে দৃষ্টি।
ফিরে যাবে যদি ঘরে,
রেখো মোরে অন্তরের মণিকোঠরে।'
**********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১২/১২/২০১৭ ইং
২৬ই অগ্ৰহায়ণ;১৪২৪ বাং
সকাল:৬.১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হুসাইন দিলাওয়ার ১৩/১২/২০১৭রেখ মোরে অন্তরের মণিকুঠারে,,,,
-
তরীকুল ইসলাম সৈকত ১২/১২/২০১৭ভালো লাগল!!!
-
হুসাইন দিলাওয়ার ১২/১২/২০১৭সুন্দর কবিতা
-
সাইয়িদ রফিকুল হক ১২/১২/২০১৭সুন্দর।