মনের খোঁজে
চুরি যে সাবাই করে,
আপন মনে পরাণ ভরে।
তুমি বলো স্নিগ্ধ হাওয়া,
কাকে বলে টেনে নেওয়া!
মনের স্বভাব বড়ই খারাপ,
রাখে নাতো সে পরিমাপ।
ভালো সবই আমার লাগে,
অপর সবার অনেক আগে।
অলীক আশায় সুখের বিলাস,
জীবন যেন শাপলা পলাশ।
অচিন বনে মনের পাখি,
নিজের মুখেই আবির মাখি।
চাসনেরে মন ফিরে যেমন,
কেমন আছে তোমার সজন।
বর্ষা ধারায় ভেজ তুমি,
ছাতির নিচেই চলবো আমি।
**********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৩/১২/২০১৭ ইং
২৭ই অগ্ৰহায়ণ;১৪২৪ বাং
সকাল:৪.৪২
আপন মনে পরাণ ভরে।
তুমি বলো স্নিগ্ধ হাওয়া,
কাকে বলে টেনে নেওয়া!
মনের স্বভাব বড়ই খারাপ,
রাখে নাতো সে পরিমাপ।
ভালো সবই আমার লাগে,
অপর সবার অনেক আগে।
অলীক আশায় সুখের বিলাস,
জীবন যেন শাপলা পলাশ।
অচিন বনে মনের পাখি,
নিজের মুখেই আবির মাখি।
চাসনেরে মন ফিরে যেমন,
কেমন আছে তোমার সজন।
বর্ষা ধারায় ভেজ তুমি,
ছাতির নিচেই চলবো আমি।
**********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৩/১২/২০১৭ ইং
২৭ই অগ্ৰহায়ণ;১৪২৪ বাং
সকাল:৪.৪২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মীর মুহাম্মাদ আলী ১৩/১২/২০১৭সুন্দর কবিতা।