হৃদয় দিয়ে
হলো দেখা তোমার সাথে,
একলা চলা গহন পথে।
যে সুবাদে হলো দেখা,
স্মৃতির রঙিন আবির মাখা।
কথায় কথায় ভালো হলো,
একটু একটু প্রেম হলো।
জীবন ঘুড়ি উড়লো তাতে,
ভালো লাগার পাগল স্রোতে।
মনে আমার ফাগুন আসে,
হাসি ভরা দু'গাল দেখে।
সূর্য উঠা আলোর মতো,
তোমায় লাগে ভালো কতো।
মুক্তা ঝরা হাসি তোমার,
মিটিয়ে দিল তৃষ্ণা আমার।
নূপুর তোমার পায়ে বাজে,
হৃদয় আমার ময়ুর সাজে।
ধন্য জীবন তোমায় পেয়ে,
তাতেই পূজি হৃদয় দিয়ে।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২০/১১/২০১৭
সকাল:১০.৪৩
একলা চলা গহন পথে।
যে সুবাদে হলো দেখা,
স্মৃতির রঙিন আবির মাখা।
কথায় কথায় ভালো হলো,
একটু একটু প্রেম হলো।
জীবন ঘুড়ি উড়লো তাতে,
ভালো লাগার পাগল স্রোতে।
মনে আমার ফাগুন আসে,
হাসি ভরা দু'গাল দেখে।
সূর্য উঠা আলোর মতো,
তোমায় লাগে ভালো কতো।
মুক্তা ঝরা হাসি তোমার,
মিটিয়ে দিল তৃষ্ণা আমার।
নূপুর তোমার পায়ে বাজে,
হৃদয় আমার ময়ুর সাজে।
ধন্য জীবন তোমায় পেয়ে,
তাতেই পূজি হৃদয় দিয়ে।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২০/১১/২০১৭
সকাল:১০.৪৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
টি এম আমান উল্লাহ ২১/১১/২০১৭sundor
-
কামরুজ্জামান সাদ ২১/১১/২০১৭লেখাটাও হৃদয় দিয়েই লিখেছেন।
-
মনোবর ২০/১১/২০১৭প্রেমের কবিতা।
-
ন্যান্সি দেওয়ান ২০/১১/২০১৭Better.
-
সোলাইমান ২০/১১/২০১৭অনিন্দ্যসুন্দর কাব্য,
ধন্যবাদ বন্ধু। -
সাইয়িদ রফিকুল হক ২০/১১/২০১৭সুন্দর!
-
সুজয় সরকার ২০/১১/২০১৭এ যে একেবারে কানায় কানায় পূর্ণ।