আমার বাড়ি
বাড়ি আমার ভাঙাচোরা,
একটি কুড়েঘর।
সাজিয়ে করি প্রসাদ তারে,
রঙের খেলাঘর।
তাকিয়ে থাকি দিঘির জলে,
পাতিহাসের দল।
চোখ ভরে ভাই স্বপ্ন দেখি,
উঁচু আমের তল।
সাজিয়ে রাখি মনের বাগান,
ঝুলিয়ে নানা ফল।
সবুজ বনে আপন মনে,
উড়ছে পাখির দল।
কুহু কুহু ডাকছে কোকিল,
বসন্তেরই ছল।
হাসি খুশি লাগছে ভালো,
লাগছে ভালো জল।
ধূলি ধূসর মাঠে কৃষক,
ফলায় নানা ফল।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৬/১১/২০১৭
বিকাল:২.৪২
একটি কুড়েঘর।
সাজিয়ে করি প্রসাদ তারে,
রঙের খেলাঘর।
তাকিয়ে থাকি দিঘির জলে,
পাতিহাসের দল।
চোখ ভরে ভাই স্বপ্ন দেখি,
উঁচু আমের তল।
সাজিয়ে রাখি মনের বাগান,
ঝুলিয়ে নানা ফল।
সবুজ বনে আপন মনে,
উড়ছে পাখির দল।
কুহু কুহু ডাকছে কোকিল,
বসন্তেরই ছল।
হাসি খুশি লাগছে ভালো,
লাগছে ভালো জল।
ধূলি ধূসর মাঠে কৃষক,
ফলায় নানা ফল।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৬/১১/২০১৭
বিকাল:২.৪২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ মুসা খান ১৮/১১/২০১৭ভাল লাগা
-
সোলাইমান ১৮/১১/২০১৭সঠিক...
দারুণ লিখলেন কবিবর। শুভেচ্ছা নিরন্তর। -
সাইয়িদ রফিকুল হক ১৭/১১/২০১৭বেশ ভালো।
-
কামরুজ্জামান সাদ ১৭/১১/২০১৭বাড়িটা ঠিক পরিপূর্ণ লাগলো না
-
সুজয় সরকার ১৭/১১/২০১৭যাবো
-
মীর মুহাম্মাদ আলী ১৭/১১/২০১৭পড়ে খুব ভাল লাগলো।