লেখা চাই
প্রতিদিন চাই,
বেশি নই
শুধুমাএ একটা।
ভালো খারাপ,
যাইহোক
একটি কবিতা।
সময় যায়
মানুষ আসে,
লিখা কঠিন।
তবু লিখে
কাগজ ভরি,
কথা অকথা।
*********
মারুতি সো রুম,
ধর্মনগর,
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৩/১১/২০১৭
বিকাল:৪.৩০
বেশি নই
শুধুমাএ একটা।
ভালো খারাপ,
যাইহোক
একটি কবিতা।
সময় যায়
মানুষ আসে,
লিখা কঠিন।
তবু লিখে
কাগজ ভরি,
কথা অকথা।
*********
মারুতি সো রুম,
ধর্মনগর,
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৩/১১/২০১৭
বিকাল:৪.৩০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৬/১১/২০১৭হু, ঠিক তা-ই।
-
সোলাইমান ১৬/১১/২০১৭অতি সত্য কথন।
অশেষ শ্রদ্ধা ও শুভেচ্ছা। -
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৬/১১/২০১৭জি কবিজি তাই তো হওয়া উচিৎ ।
কিন্তু সময় যে সেভাবে সাপোর্ট করে না
আপনি আবার অন্য রকম.............. -
সুজয় সরকার ১৬/১১/২০১৭আপনি ভাগ্যবান আপনার কাছে প্রতিদিন কবিতা আসে