মিষ্টি-মধু
জেগে ওঠা ভোরের আলো,
হারিয়ে দিয়ে রাতের কালো।
রাত পেরিয়ে ভোর প্রভাতে,
আলোর হাসির ঝলক ফুটে।
নোনতা জিব্ পান্তা ভাতে,
হাসি খুশি সবাই তাতে।
সংসার এতে পত্মী শিশু,
সবাই যেন ছুটছে পিছু।
বিরহ ভেলা ভাসিয়ে বধূ,
গান গেয়ে যায় মিষ্টিমধু।
*********
দক্ষিণ পূর্ব হুরুয়া এস.বি স্কুল,
ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৩/১১/২০১৭
সকাল-৮.৪০
হারিয়ে দিয়ে রাতের কালো।
রাত পেরিয়ে ভোর প্রভাতে,
আলোর হাসির ঝলক ফুটে।
নোনতা জিব্ পান্তা ভাতে,
হাসি খুশি সবাই তাতে।
সংসার এতে পত্মী শিশু,
সবাই যেন ছুটছে পিছু।
বিরহ ভেলা ভাসিয়ে বধূ,
গান গেয়ে যায় মিষ্টিমধু।
*********
দক্ষিণ পূর্ব হুরুয়া এস.বি স্কুল,
ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৩/১১/২০১৭
সকাল-৮.৪০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত পাল[পাপাই] ১৭/১১/২০১৭খুব সুন্দর হয়েছে ॥ ॥ ॥
-
সুজয় সরকার ১৩/১১/২০১৭আহা!বেশ, বেশ,বেশ!
-
কামরুজ্জামান সাদ ১৩/১১/২০১৭কবি আপনার কোন বই আছে?থাকলে জানাবেন।
-
মিটন বনিক বাবু ১৩/১১/২০১৭ভালবাসা নিবেন কবি
-
সোলাইমান ১৩/১১/২০১৭মুগ্ধ মুগ্ধ মুগ্ধ । ভালোবাসা রেখে গেলাম।