পাখি তুমি
পাখি তোমার বাসা কোথায়,
ভয় পেয়না তুমি আমায়?
বাঁধবো নারে তোরে খাঁচায়,
নাচবে তুমি বাঁচার নেশায়।
বন্ধু তোমার ঝগড়া করে,
কেন তুমায় ঠুকর মারে?
আসবে যদি আমার ঘরে,
রাখবো তোরে আদর করে।
বাঁধবে বাসা দেওয়াল ঘরে,
খর কোটাকে আপন করে।
যাসনে উড়ে দূরের বনে,
কাছে থাকিস আপন মনে।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১২/১১/২০১৭
সন্ধ্যা-৭.৩৭
ভয় পেয়না তুমি আমায়?
বাঁধবো নারে তোরে খাঁচায়,
নাচবে তুমি বাঁচার নেশায়।
বন্ধু তোমার ঝগড়া করে,
কেন তুমায় ঠুকর মারে?
আসবে যদি আমার ঘরে,
রাখবো তোরে আদর করে।
বাঁধবে বাসা দেওয়াল ঘরে,
খর কোটাকে আপন করে।
যাসনে উড়ে দূরের বনে,
কাছে থাকিস আপন মনে।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১২/১১/২০১৭
সন্ধ্যা-৭.৩৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মিটন বনিক বাবু ১৩/১১/২০১৭ছন্দের অসাধারন মিল!!!! শুভেচ্ছা রইল
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৩/১১/২০১৭কল্পনার দারুণ আয়নায় প্রতিবিম্ব ।
অশেষ ধন্যবাদ কবি । -
সোলাইমান ১৩/১১/২০১৭ভালো লাগলো। শুভেচ্ছা জানবেন কবি বন্ধু
-
কে. পাল ১৩/১১/২০১৭Darun darun
Sundor -
কামরুজ্জামান সাদ ১৩/১১/২০১৭মুগ্ধকর বাচনভঙ্গি
-
সুজয় সরকার ১২/১১/২০১৭বাঃ চমৎকার!