নিঃশব্দে
নিঃস্তব্ধ যাত্রাপথে,
কেউ নেই আজ সাথে।
এই পৃথিবী,
মনে হয় নতুন ছবি।
একা চলি,
মনে মনে কথা বলি।
গন্তব্যের ঠিকানা,
নেই যে আমার জানা।
তবুও থামিনি,
আমি চলছি দিবস রজনী।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৩/১০/২০১৭
সকাল-৬.২৭
কেউ নেই আজ সাথে।
এই পৃথিবী,
মনে হয় নতুন ছবি।
একা চলি,
মনে মনে কথা বলি।
গন্তব্যের ঠিকানা,
নেই যে আমার জানা।
তবুও থামিনি,
আমি চলছি দিবস রজনী।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৩/১০/২০১৭
সকাল-৬.২৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পবিত্র রায় ১৭/০২/২০১৮কবিকে শুভেচ্ছা
-
সোলাইমান ০৫/১১/২০১৭চমৎকার লেখা উপহার দিলেন কবি। শুভকামনা।
-
সাইয়িদ রফিকুল হক ০৪/১১/২০১৭ভালো লাগলো।
-
কে. পাল ০৪/১১/২০১৭২টা : : হয়েছে
-
সুমন দাস। ০৪/১১/২০১৭বাঃ বেশ বেশ
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৪/১১/২০১৭বাস্তব কবিতা, ধন্যবাদ