চোখের জল
চোখের কোনে নুনতা জল,
বুঝবেন এটা নয় নকল।
ঠাট্টা হাজি কান্না খুশি,
সবের মাঝেই সুখ খুঁজি।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৩/১০/২০১৭
রাত-১০.০৭
বুঝবেন এটা নয় নকল।
ঠাট্টা হাজি কান্না খুশি,
সবের মাঝেই সুখ খুঁজি।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৩/১০/২০১৭
রাত-১০.০৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুজয় সরকার ১৭/১১/২০১৭ভালোই,তবে চার লাইনের কবিতায় বড় বেশি ভ্রান্তি দেখতে পেলাম;নোনতা কে নুনতা করার স্বাধীনতা আপনার থাকতেই পারে তবে কোণে এবং হাসি হওয়াটাই সঙ্গত।
-
সুমন দাস। ০৪/১১/২০১৭ভালো লাগল
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৪/১১/২০১৭ভাল হয়েছে।
-
সোলাইমান ০৪/১১/২০১৭দারুন সুন্দর লেখা। শুভকামনা রইল।