জায়গা ছোট
ভালো করে বাঁচতে হলে,
একটু বড়ো জায়গা চাই।
শ্বাস প্রশ্বাস করতে হলে,
অক্সিজেন চাই তো চাই।
*********
পানিসাগর সি.আর.সি.হল,
ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৩/১০/২০১৭
সকাল-৩.১২
একটু বড়ো জায়গা চাই।
শ্বাস প্রশ্বাস করতে হলে,
অক্সিজেন চাই তো চাই।
*********
পানিসাগর সি.আর.সি.হল,
ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৩/১০/২০১৭
সকাল-৩.১২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০৪/১১/২০১৭বাঁচার অধিকার দরকার।
-
সুজয় সরকার ০৪/১১/২০১৭যথার্থ বলেছেন,তবে সত্যিকারের বাঁচতে গেলে বড়ো আর উদার হৃদয়ও চাই যার আজকাল বড়ই অভাব বোধ করি।
-
সোলাইমান ০৪/১১/২০১৭অপূর্ব সুন্দর আপনার প্রতিটি কবিতা।অনেক শুভেচ্ছা আপনাকে।ভালো থাকবেন প্রিয় কবি।
-
সাইয়িদ রফিকুল হক ০৩/১১/২০১৭ভালো।