আকাশ ঠিকানা
একটি চিঠি দিলাম আমি,
আকাশ ঠিকানায়।
গোলক ধাঁধায় বাঁধা তুমি,
আমার মন্ত্রণায়।
চিকন কোমর দুলিয়ে কবে,
আসবে ফিরে ঘরে।
দুঃখ সবই মিটিয়ে দেবে,
আপন স্নেহের জোরে।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০২/১০/২০১৭
সকাল-০৮.৫৭
আকাশ ঠিকানায়।
গোলক ধাঁধায় বাঁধা তুমি,
আমার মন্ত্রণায়।
চিকন কোমর দুলিয়ে কবে,
আসবে ফিরে ঘরে।
দুঃখ সবই মিটিয়ে দেবে,
আপন স্নেহের জোরে।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০২/১০/২০১৭
সকাল-০৮.৫৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রনি বিশ্বাস ০২/১১/২০১৭অসাধারণ লেখনী কবিবন্ধু ।
-
কে. পাল ০২/১১/২০১৭Osadharon
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০২/১১/২০১৭ভালো।
-
সোলাইমান ০২/১১/২০১৭খুব সুন্দর!
অনেক শুভকামনা কবি বন্ধু। ভাল থাকবেন।।।।। -
মুহাম্মাদ রাসেল উদ্দীন ০২/১১/২০১৭চমৎকার!
-
কামরুজ্জামান সাদ ০২/১১/২০১৭অনবদ্য