ভালোবাসলে
ভাসলে ভালো কত কথা,
হৃদয় জুড়ে পাইরে ব্যথা।
অশ্রু ঝরে বৃষ্টি করে-
অনেক দূরে প্রিয়ার তরে।
শিশির ভেজা শিউলি গুলো,
কাঁদছে এবার মাখিয়ে ধূলো।
বুকের ভেতর জ্বলছে আগুন,
এলো বুঝি অকাল ফাগুন।
ঘাসের পাতায় মনের কথা,
দেয় আমাকে অনেক ব্যথা।
বাঁশির সুরে নদীর পাড়ে,
মনটা আমার চলে দৌড়ে।
ঘুমপাড়ানি ঐ পাখির ডাকে,
ঘুমিয়ে পড়ি নদীর বাঁকে।
ক্লান্ত রাখাল ফিরে ঘরে,
আমায় বলে,"যাবে নারে!"
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০১/১০/২০১৭
সন্ধ্যা-০৬.০৮
হৃদয় জুড়ে পাইরে ব্যথা।
অশ্রু ঝরে বৃষ্টি করে-
অনেক দূরে প্রিয়ার তরে।
শিশির ভেজা শিউলি গুলো,
কাঁদছে এবার মাখিয়ে ধূলো।
বুকের ভেতর জ্বলছে আগুন,
এলো বুঝি অকাল ফাগুন।
ঘাসের পাতায় মনের কথা,
দেয় আমাকে অনেক ব্যথা।
বাঁশির সুরে নদীর পাড়ে,
মনটা আমার চলে দৌড়ে।
ঘুমপাড়ানি ঐ পাখির ডাকে,
ঘুমিয়ে পড়ি নদীর বাঁকে।
ক্লান্ত রাখাল ফিরে ঘরে,
আমায় বলে,"যাবে নারে!"
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০১/১০/২০১৭
সন্ধ্যা-০৬.০৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃইস্রাফিল হোসেন ০১/১১/২০১৭সময়ের সযত্নে ভাললাগা কবিতা ।
-
আজাদ আলী ০১/১১/২০১৭Darun dada
-
jdnf ০১/১১/২০১৭নতুন ভাবনা ভালো লাগল।
-
সোলাইমান ০১/১১/২০১৭দারুন ভাবনার কবিতা । বেশ সুন্দর লাগল মনে