স্বপ্ন
স্বপ্ন তুমি এমন দেখো,
যা হৃদয়ে জাগিয়ে রাখো।
অলীক কথায় রঙের বাহার,
ছাড়ো তুমি বন্ধু এবার।
সজাগ চোখে দেখা ছবি,
স্বপ্ন এটাই বলছি কবি।
স্বপ্নের ডাকে দৌড়ে চলো,
নয়তো জীবন কেমন বলো?
স্বপ্ন তোমায় জাগিয়ে রাখে,
ক্ষণে ক্ষণে তাকিয়ে দেখে।
কাজের প্রতি নিষ্ঠা রাখো,
জীবন তোমার সফল দেখো।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ৩১/১০/২০১৭
সন্ধ্যা-০৫.১৩
যা হৃদয়ে জাগিয়ে রাখো।
অলীক কথায় রঙের বাহার,
ছাড়ো তুমি বন্ধু এবার।
সজাগ চোখে দেখা ছবি,
স্বপ্ন এটাই বলছি কবি।
স্বপ্নের ডাকে দৌড়ে চলো,
নয়তো জীবন কেমন বলো?
স্বপ্ন তোমায় জাগিয়ে রাখে,
ক্ষণে ক্ষণে তাকিয়ে দেখে।
কাজের প্রতি নিষ্ঠা রাখো,
জীবন তোমার সফল দেখো।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ৩১/১০/২০১৭
সন্ধ্যা-০৫.১৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃইস্রাফিল হোসেন ০১/১১/২০১৭
-
সোলাইমান ০১/১১/২০১৭সুন্দর একটা টান ছিলো লেখায়!
শুভেচ্ছা নিন।।।। -
সাঁঝের তারা ৩১/১০/২০১৭ছন্দের ছড়াছড়ি ... অপূর্ব ...
-
মোমিনুল হক আরাফাত ৩১/১০/২০১৭সুন্দর
-
টি এম আমান উল্লাহ ৩১/১০/২০১৭valo laglo
-
Mahbubur Rahman ৩১/১০/২০১৭ভাল হয়েছে
অসাধারণ লেগেছে।