শব্দরা পালায়
আজ কেন শব্দরা পালায়,
আমাকে দেখে - আমি জানি না!
হয়তো বা আমার চেহারাটা,
কুৎসিত না হলেও পছন্দের না!
আমি খুঁজে চলি তাদের,
পাতায় পাতায় আমার অভিধান,
আর কবিতা লেখার খাতায়।
কিন্তু হ্যাঁ! শব্দরা পালায়,
আরো জুড়ে দৌড়ে পালায়-
আমাকে দেখে-হয়তো তাদের,
ভালো লাগে না আমার নাড়াচাড়া।
নতুবা আমি ভালোবাসতে-
জানি না তাদের নিজের মতো করে।
হয়তো তাদের অভিমান আছে,
এই নির্লিপ্ত কবির প্রতি।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৯/১০/২০১৭
রাত-০৯.৩০
আমাকে দেখে - আমি জানি না!
হয়তো বা আমার চেহারাটা,
কুৎসিত না হলেও পছন্দের না!
আমি খুঁজে চলি তাদের,
পাতায় পাতায় আমার অভিধান,
আর কবিতা লেখার খাতায়।
কিন্তু হ্যাঁ! শব্দরা পালায়,
আরো জুড়ে দৌড়ে পালায়-
আমাকে দেখে-হয়তো তাদের,
ভালো লাগে না আমার নাড়াচাড়া।
নতুবা আমি ভালোবাসতে-
জানি না তাদের নিজের মতো করে।
হয়তো তাদের অভিমান আছে,
এই নির্লিপ্ত কবির প্রতি।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৯/১০/২০১৭
রাত-০৯.৩০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।