দুঃখবিলাসী
জানি না চলার পথে আমি,
কখন হলাম দুঃখবিলাসী?
ভালো কথা মন্দ কথা-
শুনে চলি মন ভরে!
প্রতিবাদ কখনো করি,
কখনো নিরবে সই।
রূপসী বাঙলার মাটি কেন,
ভেজে আজ দুঃখ বেদনার;
নুনতা দু'চোখের জলে?
প্রকৃতির খেয়ালের তালে,
দুঃখ স্মৃতি আসে মনে।
মনে হয় তবু কেন-
স্মৃতির পাতায় যেন না পড়ে,
কখনো বিস্মৃতির পদ চিহ্ন?
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৯/১০/২০১৭
সকাল-০৩.৫০
কখন হলাম দুঃখবিলাসী?
ভালো কথা মন্দ কথা-
শুনে চলি মন ভরে!
প্রতিবাদ কখনো করি,
কখনো নিরবে সই।
রূপসী বাঙলার মাটি কেন,
ভেজে আজ দুঃখ বেদনার;
নুনতা দু'চোখের জলে?
প্রকৃতির খেয়ালের তালে,
দুঃখ স্মৃতি আসে মনে।
মনে হয় তবু কেন-
স্মৃতির পাতায় যেন না পড়ে,
কখনো বিস্মৃতির পদ চিহ্ন?
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৯/১০/২০১৭
সকাল-০৩.৫০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৯/১০/২০১৭ভালো।
-
সোলাইমান ২৯/১০/২০১৭দারুন সব কাব্য সমুহে বিমোহিত!
প্রিয় কবির জন্য এক রাশ রক্তিম শুভেচ্ছা ও গভীর ভালোবাসা রেখে গেলাম।
ভালো থাকুন সবসময়।। -
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৯/১০/২০১৭ঠিক আছে।
-
শাহিন আলম সরকার ২৯/১০/২০১৭দারুন। মন ছুঁয়ে গেল।