রক্তাক্ত রাজনীতি
মনে হয় রাজনীতি
রক্তের হোলি খেলা।
ক্ষমতার লোভে আজ,
নেতাদের বিকৃত বলা।
গান্ধারী স্তাবক যারা,
লাঠিয়াল আজ তারা।
নেতার ইঙ্গিতে কত,
অবিচার হয় শতশত।
বিভেদ মানুষের মাঝে,
ঐ ক্ষমতারই লোভে।
ভাইয়ে ভাইয়ে হানাহানি,
শুনে নেতার কানাকানি।
বন্ধ কর হিংসার নীতি,
ক্ষান্ত হও তুমি শিখন্ডী।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৮/১০/২০১৭
সকাল-১২.২৯
রক্তের হোলি খেলা।
ক্ষমতার লোভে আজ,
নেতাদের বিকৃত বলা।
গান্ধারী স্তাবক যারা,
লাঠিয়াল আজ তারা।
নেতার ইঙ্গিতে কত,
অবিচার হয় শতশত।
বিভেদ মানুষের মাঝে,
ঐ ক্ষমতারই লোভে।
ভাইয়ে ভাইয়ে হানাহানি,
শুনে নেতার কানাকানি।
বন্ধ কর হিংসার নীতি,
ক্ষান্ত হও তুমি শিখন্ডী।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৮/১০/২০১৭
সকাল-১২.২৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ মুসা খান ২৯/১০/২০১৭সুন্দর "
-
মুহাম্মাদ রাসেল উদ্দীন ২৯/১০/২০১৭রাজনীতির হতে হবে মানুষের কল্যােণ!
-
আজাদ আলী ২৯/১০/২০১৭Bah khub valo.
-
সাঁঝের তারা ২৯/১০/২০১৭অনবদ্য আহ্বাব্ন ...
-
সোলাইমান ২৯/১০/২০১৭অপূর্ব সুন্দর লিখেছেন প্রিয় কবি । আন্তরিক শুভকামনা রইল।