হারমোনিয়াম
তোমার ঐ পুরাতন হারমোনিয়ামটা,
চেয়ে থাকে দেওয়ালে ঝুলানো ছবিটা।
মন ভরে সেদিন শুনেছি-
গানের সুরে তোমার হাসি।
কতো ভালো গাইতে তুমি,
কেঁপে উঠত হৃদয় ভূমি।
ঐ সুরের মূর্ছনা আজও শুনি,
হে প্রিয় কোথায় আছ তুমি অভিমানী।
অনুভবে প্রতিক্ষণে পাই,
আমি শুধু তোমার কথাই।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৪/১০/২০১৭
সকাল-১০.১১
চেয়ে থাকে দেওয়ালে ঝুলানো ছবিটা।
মন ভরে সেদিন শুনেছি-
গানের সুরে তোমার হাসি।
কতো ভালো গাইতে তুমি,
কেঁপে উঠত হৃদয় ভূমি।
ঐ সুরের মূর্ছনা আজও শুনি,
হে প্রিয় কোথায় আছ তুমি অভিমানী।
অনুভবে প্রতিক্ষণে পাই,
আমি শুধু তোমার কথাই।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৪/১০/২০১৭
সকাল-১০.১১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৬/১০/২০১৭অনন্য সুন্দর ভাবনায় লেখা দারুন সুন্দর কবিতা। অনেক অনেক শুভকামনা রইল প্রিয় কবি।।।
-
কামরুজ্জামান সাদ ২৫/১০/২০১৭সাধের বাদ্যযন্ত্রটা
-
সাইয়িদ রফিকুল হক ২৫/১০/২০১৭বাঃ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৫/১০/২০১৭রসালো মনের রসময় কাব্য ।
-
ন্যান্সি দেওয়ান ২৫/১০/২০১৭Nice.
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৫/১০/২০১৭ভালো।
-
আজাদ আলী ২৫/১০/২০১৭Bah. Darun Darun