সন্দেহ
'সন্দেহ' মানেটা কি-
আমার মতো দেহদারি
কারো সাথে তোমার
বড্ডো একটা ভাব!
নাকি আমারই স্বভাব,
যখনই তোমার অভাব,
তখনই সন্দেহটা সজাগ।
সে যাইহোক না কেন,
যতদিন একই ঘরে বাস,
হোক কি বা নাই হোক
সহবাস-সন্দেহ নয়;
সজাগ থাকা চাই,
আরো বেশি ভালোবাসা
বিশ্বাস গড়ে সুখী সংসার-
এ ছাড়া আর যে কোন
বিকল্প পথ নাই।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৪/১০/২০১৭
সন্ধ্যা-০৫.০৩
আমার মতো দেহদারি
কারো সাথে তোমার
বড্ডো একটা ভাব!
নাকি আমারই স্বভাব,
যখনই তোমার অভাব,
তখনই সন্দেহটা সজাগ।
সে যাইহোক না কেন,
যতদিন একই ঘরে বাস,
হোক কি বা নাই হোক
সহবাস-সন্দেহ নয়;
সজাগ থাকা চাই,
আরো বেশি ভালোবাসা
বিশ্বাস গড়ে সুখী সংসার-
এ ছাড়া আর যে কোন
বিকল্প পথ নাই।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৪/১০/২০১৭
সন্ধ্যা-০৫.০৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।