www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রক্তে ধোয়া পাপ

এ বিশ্ব কসাইখানার
কসাইয়ের দল, তোমরা-
বন্ধ করো! বন্ধ করো!
নর হত্যা বন্ধ করো।
আর পার যদি খুলে নাও,
চোখে বাধা ঐ কাপড় খানা।
তাইতো তোমরা দেখনা আজ,
তোমার ভাইয়ের টাঙানো ছবিখানা।
আর শুননা তোমরা ঐ গান-
"‌মানুষ মানুষের জন্য"।
ভাইয়ের রক্তে রাঙালে তুমি,
কালো রঙের পিচ্ রাস্তাখানা।
নিস্পাপ বোনেদের সাথে,
অবিচার করলে তুমি নরাধম...
জানি, তোমাদের তো-
মা নেই! বোন নেই-আর,
জন্ম তোমাদের দানবের‌ পেটে।
তোমরা আজ জেগে উঠেছ,
দেশের নামে, জাতির নামে,
আবার কোথাও ধর্মের নামে।
উচ্চারণ করো শান্তি সম্প্রতির
উপদেশের বাণী-বর্বরেরা!
লজ্জা কেন নেই যে তোমাদের,
-রক্ত দিয়ে পাপ ধোয়ার নেশায়,
মেতেছ পাগল জল্লাদের দল।
*********
নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৪/১০/২০১৭
সকাল-১০.১১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast