মা কেন কাঁদে
মা কেন কাঁদে,
উত্তর আছে কি-
আজ কারো কাছে?
মানবতা আজ বিপন্ন,
হিংসার সাইক্লোনে।
শিশু অধিকার,নারী মর্যাদা;
সবই যেন আজ ভূলুণ্ঠিত-
সাম্রাজ্যবাদীদের আগ্ৰাসনে।
কোথায় সভ্যতা,
কোথায় তোমার সমৃদ্ধি?
সবই লাগে আজ-ভূয়া,
মেকি,তুমি সাম্রাজ্যবাদী!
গর্ভে নিয়েছিল মা শিশুটিকে,
শত নির্যাতনের মাঝে।
সে শিশু আজ মৃত,
দুষ্ট দানবের থাবায়।
আবারও কি প্রশ্ন জাগে,
"মা কেন কাঁদে?"
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৪/১০/২০১৭
বিকাল-০৪.১৮
উত্তর আছে কি-
আজ কারো কাছে?
মানবতা আজ বিপন্ন,
হিংসার সাইক্লোনে।
শিশু অধিকার,নারী মর্যাদা;
সবই যেন আজ ভূলুণ্ঠিত-
সাম্রাজ্যবাদীদের আগ্ৰাসনে।
কোথায় সভ্যতা,
কোথায় তোমার সমৃদ্ধি?
সবই লাগে আজ-ভূয়া,
মেকি,তুমি সাম্রাজ্যবাদী!
গর্ভে নিয়েছিল মা শিশুটিকে,
শত নির্যাতনের মাঝে।
সে শিশু আজ মৃত,
দুষ্ট দানবের থাবায়।
আবারও কি প্রশ্ন জাগে,
"মা কেন কাঁদে?"
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৪/১০/২০১৭
বিকাল-০৪.১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৬/১০/২০১৭অনন্য সুন্দর ভাবনায় লেখা সুন্দর কবিতা। অনেক অনেক শুভকামনা রইল প্রিয় কবি।
-
মোঃ মুসা খান ২৫/১০/২০১৭মন কাঁদে ভাল লাগল
-
আজাদ আলী ২৫/১০/২০১৭খুব ভালো প্রিয় কবি। প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন অফুরান..
-
সুমন দাস। ২৪/১০/২০১৭খুব ভালো লাগলো
-
কামরুজ্জামান সাদ ২৪/১০/২০১৭মানবতার ধারকেরা কি সাবলীলভাবে মানবতাকে বিসর্জন দিচ্ছে।