সুখের খোঁঁজে
জীবন জোয়ারে,
প্লাবন আসিল কত বারে!
উপকূল রেখা,
তবু গেছিল যে দেখা-
মন যে আমার,
ফিরিতে নাহি চাহে আবার!
সাগরেরই বুকে,
এ জীবন দিতে চাই তাকে!
কত ভয় ভয়ঙ্কর,
তবু সাগরেই দেখি দিবাকর!
সাগরেই খোঁজি সুখ,
এতে পাই বা যদি কোন দুঃখ!
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৪/১০/২০১৭
সকাল-৮.১১
প্লাবন আসিল কত বারে!
উপকূল রেখা,
তবু গেছিল যে দেখা-
মন যে আমার,
ফিরিতে নাহি চাহে আবার!
সাগরেরই বুকে,
এ জীবন দিতে চাই তাকে!
কত ভয় ভয়ঙ্কর,
তবু সাগরেই দেখি দিবাকর!
সাগরেই খোঁজি সুখ,
এতে পাই বা যদি কোন দুঃখ!
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৪/১০/২০১৭
সকাল-৮.১১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৬/১০/২০১৭অসাধারণ। সুপ্রিয় কবি,শুভেচ্ছা জানবেন। সুস্থ থাকুন।আমন্ত্রণ আমার পাতায়
-
কামরুজ্জামান সাদ ২৫/১০/২০১৭অনবদ্য
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৪/১০/২০১৭ভাল লাগার মতো একটি কবিতা
ভাল থাকুন সবসময় । -
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৪/১০/২০১৭ভালো।
-
সুমন দাস। ২৪/১০/২০১৭খুব সুন্দর
-
আজাদ আলী ২৪/১০/২০১৭Khub Valo laglo.