জীবনের প্রতি
আমি চাই তুমি সুখী থাকো,
নিজেকে হারিয়ে ফেল তুমি,
-আমি চাইনি কখনো।
দুঃখের সীমান্ত পেরিয়ে গেলেও,
ভেবনা তোমাকে বলব কিছু।
হ্যাঁ, আমি বলিনা তুমি জবাব
দেবে কোনো কিছু আমাকে।
জীবন শুধু একটাই সেটা-
শুধুমাত্র তোমার এবং তোমারই!
-----------++++++-----------
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৩/১০/২০১৭
বিকাল-৫.০৫
নিজেকে হারিয়ে ফেল তুমি,
-আমি চাইনি কখনো।
দুঃখের সীমান্ত পেরিয়ে গেলেও,
ভেবনা তোমাকে বলব কিছু।
হ্যাঁ, আমি বলিনা তুমি জবাব
দেবে কোনো কিছু আমাকে।
জীবন শুধু একটাই সেটা-
শুধুমাত্র তোমার এবং তোমারই!
-----------++++++-----------
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৩/১০/২০১৭
বিকাল-৫.০৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৬/১০/২০১৭অসাধারণ লেখনী । মনকে নাড়া দিল । লিখে যান ,লিখে যান ।
-
কামরুজ্জামান সাদ ২৫/১০/২০১৭মুগ্ধ
-
সুমন দাস। ২৪/১০/২০১৭বাঃ বেশ বেশ
-
টি এম আমান উল্লাহ ২৪/১০/২০১৭besh
-
আজাদ আলী ২৪/১০/২০১৭Bah
-
কে. পাল ২৩/১০/২০১৭Darun