www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এবার থামনা প্লিজ

আসলে তুমি বড্ডো
বেশি করো!
না,আর ভালো লাগছে না কিন্তু-
দোষ কি আমার ছিল?
হ‍্যাঁ,একটাই দোষ-
ভালোবাসি তোমায়,
তাইতো-হুম্!
তোমাকে ভালো লাগে
তাই বলে আজকে,
না না একদম না!
তুমি দেখ না -
এই ভালো ইস্ত্রি করা কাপড়,
না , বলছি এখন না!
তোমার জন্য ঘরের বাহিরে-
বের হবার জোর নাই যে-
প্লিজ,এবার থামোনা।
আমার ট্রেনের সময়
পেরিয়ে যাচ্ছে প্লিজ থাম এবার।
তুমি যেন জাননা আমার
ছাতা নেই-
বৃষ্টি তুমি থাম!
আমি বেরিয়ে যাব প্লিজ!
*******
মনু রেল স্টেশন
ধলাই ত্রিপুরা, ভারত
তাং: ২০/১০/২০১৭
বিকাল-২.৫৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫১৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সোলাইমান ২৭/১০/২০১৭
    কী অনবদ্য সত্য!!! খুব ভালো লাগলো এত সুন্দর করে লেখা
  • বেশ লাগলো।
  • কে. পাল ২২/১০/২০১৭
    দারুন
  • আজাদ আলী ২২/১০/২০১৭
    Nice
 
Quantcast