সে পথিক
কে ছিল সে পথিক,
যে সংজ্ঞাহীন করিল তোরে!
খুশিতে যার তুমি মুখ ফেরালে,
তোমার চির পিপাসিতে অবহেলা করে।
অনুমতি নিয়ে আসি-
বারেক দেখিব আবারও
তোমার ঐ রাঙা ঠোটের হাসি।
তবুও মিটিল না সে আশা,
ব্যর্থ হল ভালোবাসা।
অন্তর উঠিল জ্বলি,
হাসিয়া উঠিলে ডলি
তুমি ঐ পথিকের তরে।
বড়ো ব্যথা দিলে মোরে,
তোর অনাকাঙ্খিত ব্যবহারে।
আমি ডাকি যত তোরে,
দূরে সরে যাও তত!
না শুনার ভান করে
আর দূরে গেলে সরে-
সে যদি দেখে তোকে।
প্রিয়া তুমি খুশী থেকো,
নাই মোর কোনো ব্যথা।
ভালোবাসি তবু তোরে,
এটাই মোর মূল কথা।
১১/০৬/২০১৭ইং
২৭শে জ্যৈষ্ঠ ১৪২৪বাং
উত্তর ত্রিপুরা
ভারত
যে সংজ্ঞাহীন করিল তোরে!
খুশিতে যার তুমি মুখ ফেরালে,
তোমার চির পিপাসিতে অবহেলা করে।
অনুমতি নিয়ে আসি-
বারেক দেখিব আবারও
তোমার ঐ রাঙা ঠোটের হাসি।
তবুও মিটিল না সে আশা,
ব্যর্থ হল ভালোবাসা।
অন্তর উঠিল জ্বলি,
হাসিয়া উঠিলে ডলি
তুমি ঐ পথিকের তরে।
বড়ো ব্যথা দিলে মোরে,
তোর অনাকাঙ্খিত ব্যবহারে।
আমি ডাকি যত তোরে,
দূরে সরে যাও তত!
না শুনার ভান করে
আর দূরে গেলে সরে-
সে যদি দেখে তোকে।
প্রিয়া তুমি খুশী থেকো,
নাই মোর কোনো ব্যথা।
ভালোবাসি তবু তোরে,
এটাই মোর মূল কথা।
১১/০৬/২০১৭ইং
২৭শে জ্যৈষ্ঠ ১৪২৪বাং
উত্তর ত্রিপুরা
ভারত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৭/১০/২০১৭
-
টি এম আমান উল্লাহ ২২/১০/২০১৭nice
-
রেজাউল ইসলাম ২১/১০/২০১৭ভাই, খুব ভালো লিখেছেন।
-
আজাদ আলী ২১/১০/২০১৭Khub sundar.
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ২১/১০/২০১৭খুব সুন্দর
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২১/১০/২০১৭খুব ভালো।
-
সাইয়িদ রফিকুল হক ২১/১০/২০১৭ভালো।
অনেক ভালো লাগা নিয়ে গেলাম শ্রদ্ধেয় কবি
ভালো থাকবেন সতত।