প্রিয় কবির জন্মদিনে
প্রীতি ভালোবাসা আর শ্রদ্ধা
সকলই সমর্পিণু আজি-
তব হৃদয় মন্দিরে;
শুভ তব জনম দিনে!
হৃদয়ের আঙ্গিনায় ফোটা
গোলাপ, টগর আর-
সন্ধ্যা মালতী তুমি;
আকাশের জ্যোৎস্নার হাসি!
ভালো থেকো তুমি কবি
তুলে ধরো ধরণীর বুকে-
অমূল্য জীবন খানি,
রহিও না আর অভিমানী!
তোমার কৃত্তি যশে যেন
স্তম্ভিত হোক তারা,
যারা দিয়েছে তোমায়-
ক্ষণে ক্ষণে প্রতি পদে ব্যথা!
তুমি আবারো হাসো কবি
জীবনের প্রতি ক্ষণে,
দুখের সাগর যদি আসে
ভাসিয়ে দিও মোরে
ভেলা হয়ে বয়ে যাব,
তব আনন্দ হৃদয়ের তরে।
০৯/০৬/২০১৭ইং
২৫শে জ্যৈষ্ঠ ১৪২৪বাং
ঊনকোটি ত্রিপুরা
ভারত
সকলই সমর্পিণু আজি-
তব হৃদয় মন্দিরে;
শুভ তব জনম দিনে!
হৃদয়ের আঙ্গিনায় ফোটা
গোলাপ, টগর আর-
সন্ধ্যা মালতী তুমি;
আকাশের জ্যোৎস্নার হাসি!
ভালো থেকো তুমি কবি
তুলে ধরো ধরণীর বুকে-
অমূল্য জীবন খানি,
রহিও না আর অভিমানী!
তোমার কৃত্তি যশে যেন
স্তম্ভিত হোক তারা,
যারা দিয়েছে তোমায়-
ক্ষণে ক্ষণে প্রতি পদে ব্যথা!
তুমি আবারো হাসো কবি
জীবনের প্রতি ক্ষণে,
দুখের সাগর যদি আসে
ভাসিয়ে দিও মোরে
ভেলা হয়ে বয়ে যাব,
তব আনন্দ হৃদয়ের তরে।
০৯/০৬/২০১৭ইং
২৫শে জ্যৈষ্ঠ ১৪২৪বাং
ঊনকোটি ত্রিপুরা
ভারত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৭/১০/২০১৭
-
Mahbubur Rahman ২২/১০/২০১৭ভাল লেগেছে
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ২২/১০/২০১৭খুব সুন্দর
-
আজাদ আলী ২২/১০/২০১৭খুব ভালো। প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন অফুরান প্রিয় কবি।
-
নাজিবুল হাসান মোল্লা ২২/১০/২০১৭দারুন হয়েছে।
অনেক ভালো লাগা নিয়ে গেলাম শ্রদ্ধেয় কবি।